Header Ads

 যদি || প্রবীর মজুমদার



যদি পৃথিবীটা আরেকটু সবুজ হত,
যদি আকাশটা হত আরেকটু নীল,
যদি চাইলেই নামত বৃষ্টি রিমঝিম,
যদি প্রতিদিন হত বসন্তে সামিল--

যদি দিনগুলো হত আরেকটু রঙিন,
যদি ইচ্ছেরা হত আরেকটু স্বাধীন,
যদি চাইলেই যেত পাওয়া ভালবাসা,
যদি ডাকলেই কাছে আসত সুদিন--

যদি রাষ্ট্র বলে কিছু না থাকত
যদি সেনাবাহিনীর না হত প্রয়োজন,
যদি না থাকত শাসক শোষক,
যদি না থাকত অস্ত্রের আস্ফালন--

যদি সমাজটা হত শ্রেণীবিহীন,
যদি শক্তিমান শুধত শোষিতের ঋণ,
যদি রাজনীতি হত প্রয়োজনহীন,
যদি মৌলবাদ হত শূ্ণ্যে বিলীন--

যদি গোলাগুলো হত রুটির টুকরো,
যদি বাঙ্কার হত গৃহহীনের আবাস,
যদি না থাকত কোনো অসুখ বিসুখ,
যদি না থাকত যুদ্ধ বা সন্ত্রাস,

যদি পৃথিবীটা হত দূষনবিহীন,
যদি হিংসা আর লোভ পেত কফিন,
যদি ফুরাত প্রয়োজন বিপ্লবের,

তবে মুক্তির ঝান্ডা হত উড্ডিন।।

(গান ভাল লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.