Header Ads

প্রকৃতির লীলা || গীতা মজুমদার

হরষে-পুলক জাগে মলয়ের আবাহনে,

বসন্ত ফুলে ফুলে ঢলি ঢলি মনোরঞ্জনে।

হরষিত বাতাস বলে ‘বসন্ত এসে গেছে’,

সাজো সাজো রবে মৌমাছি গুঞ্জনে গাছে গাছে।

বসন্তের জোয়ারেতে তালে তালে ডালে ডালে,

ফুল দল দোলে যেন দোলনায় দুলে দুলে।

পুলকেতে মধু লোটে ফুলে ফুলে অলি দল,

খুশি ঝরাল চপল আবেশে অবিরল।

প্রকৃতির চেতনা যে ছুঁয়ে যায় প্রাণ-মনে,

প্রণয়-মাতনে মাতে, প্রকৃতি-আপন সনে।

মলয়ের আবাহনে প্রকৃতি দেয় যে সাড়া,

আকাশ-কোলে চলে রঙিন স্বপ্নের ইশারা।

সবুজ পল্লব মাঝে, ফুলদল সদা হাসে,

সখা মধুকর, সে কি আর রবে পরবাসে?

চঞ্চল বসন্ত আনে যৌবনেরই জোয়ার,

জীব-জড়ের ‘পর সবিশেষ প্রকাশ তার।

প্রাকৃত ব্যবস্থায় যেটা সম্ভব বার বার,

সে-বসন্ত বছরেই আসে শুধু একবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.